Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা:

  • ক্রমবর্ধমান জনগষ্টির খাদ্য মোকাবেলায় আবাদী জমিতে টেকসই প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদশীল জাত আবাদ করে উৎপাদন বৃদ্ধি করা।
  • দূর্যোগ প্রবন এলাকায় প্রযুক্তি সম্প্রসারণ, স্থানীয়, সম্পদ ও জনবল ব্যবহার, সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া। ফসল পরিপক্ক হওয়ার সাথে সাথে কর্তন করা এবং দূর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে উৎপাদিত ফসল নিরাপদ স্থানে সরিয়ে নেয়া।
  • অধিক হারে জৈব সার ও সবুজ সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে জমির উর্বরতা রক্ষা করা।
  • সেচ প্রদানে ক্ষেত্র বিশেষে  অডউ পদ্ধতি ব্যবহার করা, বৃষ্টির পানি যথাযথ সময়ের ব্যবহার ও খালও পুকুর সংরক্ষণ করা।
  • চাষাবাদে খামার যান্ত্রীকীকরনের ব্যবস্থা করা।
  • কৃষিতে নারীর সম্পৃক্ততা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিকরন।
  • সম্প্রসারণ কর্মী ও কৃষক/কৃষানীদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
  • প্রযুক্তি ব্যবহারে ফসল আবাদ, জৈব বালাইনাশক ব্যবহার, সেক্সফেরোমন ট্রাপ ও আলোক ফাঁদ ব্যবহার এবং প্রশাসনিক সহায়তায় খাদ্য ও ফল মূলে রাসায়নিক পদার্থ ব্যবাহর রোধের ব্যবস্থা করা।