ক্রমবর্ধমান জনগষ্টির খাদ্য মোকাবেলায় আবাদী জমিতে টেকসই প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদশীল জাত আবাদ করে উৎপাদন বৃদ্ধি করা।
দূর্যোগ প্রবন এলাকায় প্রযুক্তি সম্প্রসারণ, স্থানীয়, সম্পদ ও জনবল ব্যবহার, সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া। ফসল পরিপক্ক হওয়ার সাথে সাথে কর্তন করা এবং দূর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে উৎপাদিত ফসল নিরাপদ স্থানে সরিয়ে নেয়া।
অধিক হারে জৈব সার ও সবুজ সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে জমির উর্বরতা রক্ষা করা।
সেচ প্রদানে ক্ষেত্র বিশেষে অডউ পদ্ধতি ব্যবহার করা, বৃষ্টির পানি যথাযথ সময়ের ব্যবহার ও খালও পুকুর সংরক্ষণ করা।
চাষাবাদে খামার যান্ত্রীকীকরনের ব্যবস্থা করা।
কৃষিতে নারীর সম্পৃক্ততা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিকরন।
সম্প্রসারণ কর্মী ও কৃষক/কৃষানীদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
প্রযুক্তি ব্যবহারে ফসল আবাদ, জৈব বালাইনাশক ব্যবহার, সেক্সফেরোমন ট্রাপ ও আলোক ফাঁদ ব্যবহার এবং প্রশাসনিক সহায়তায় খাদ্য ও ফল মূলে রাসায়নিক পদার্থ ব্যবাহর রোধের ব্যবস্থা করা।