Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 উপজেলা কৃষি অফিস, আলমডাঙ্গা হতে প্রদেয় কৃষি সেবা সমূহঃ

 

v     কৃষকের কৃষি বিষয়ক সেবা প্রদান।

v     গবেষণলব্ধ প্রযুক্তি কৃষকের দোড় গোড়ায় পৌছান।

v     ফসলের পোকা মাকড় দমনের সহোযোগিতা করা।

v     উচ্চ ফলনশীল ফসলের আবাদ বৃদ্ধি করা।

v     হাইব্রিড জাতের ফসলের আবাদ বৃদ্ধি করা।

v     কৃষক/কৃষানীকে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

v     আইপিএম/আইসিএম ক্লাবের মাধ্যমে আয় বৃদ্ধি মূলক আত্ননির্ভরশীল গড়ে তোলা।

v     ভেজাল রাসায়নিক সার ও কীটনাশক চিহ্নিত করণ ও বিনষ্ট করা।

v     সার ও কীটনাশকের সারকারী মূল্যে বিক্রয় নিশ্চিত করা।

v     উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতা করা।